শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ১৭, ২০২৫ by

বাংলাদেশে মানবিক সহায়তা বৃদ্ধি করেছে সুইডেন

বাংলাদেশের আটটি অংশীদারের মাধ্যমে ১২.৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা দিয়েছে সুইডেন। বাংলাদেশী মুদ্রায় যার মূল্য প্রায় ১৫৫.৪ কোটি টাকা।
বৃহস্পতিবার সুইডিশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে বসবাসকারী দশ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনসাধারণকে এই সহায়তা দেওয়া হবে।
এতে আরো বলা হয়েছে, এর মাধ্যমে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় বসবাসকারী সম্প্রদায়গুলোকেও সহায়তা দেয়া হবে এবং স্থানীয় এনজিওগুলোকে জরুরি পরিস্থিতিতে সাড়া দেয়ার সক্ষমতা বৃদ্ধি করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ‘রোহিঙ্গা শরণার্থীসহ বাংলাদেশে যে কোনো মানবিক চাহিদা পূরণে সুইডেন পাশে থাকবে, ঠিক যেভাবে আমরা বিগত সাত বছর তাদের পাশে ছিলাম।’
তিনি আরো বলেন, ‘কক্সবাজারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরেও নয়, বরং ক্রমবর্ধমান মানবিক চাহিদার কারণে এ বছর আমরা গত বছরের তুলনায় আমাদের প্রাথমিক বরাদ্দ বৃদ্ধি করছি।’
তহবিলগুলো ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, ইসলামিক রিলিফ, অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার, সেভ দ্য চিলড্রেন ও ইন্টারন্যশনাল রেসকিউ কমিটির মাধ্যমে দেওয়া হবে।
এ তহবিল খাদ্য সহায়তা, পুষ্টি, সুরক্ষা, লিঙ্গভিত্তিক সহিংসতা পরিষেবা, শিশু সুরক্ষা, স্বাস্থ্যসেবা, জরুরি শিক্ষা, পানি ও স্যানিটেশনের মতো প্রয়োজনীয় পরিষেবা দেয়ার জন্য ব্যবহার করা হবে।
এছাড়াও, সুইডেন জরুরি পরিস্থিতি মোকাবিলায় ২৬টি স্থানীয় ও জাতীয় সংস্থাকে সহায়তা করার জন্য ‘স্টার্ট ফান্ড বাংলাদেশ’র সঙ্গে অংশীদারত্ব সম্পন্ন করছে।
সুইডেন বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা দেয়া দেশগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও সুইডেন ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, ইউনিসেফ, ইউএনএফপিএ ও জাতিসংঘের সেন্ট্রাল ইমারজেন্সি রেসপন্ড ফান্ড বা (সিইআরএফ)কে মূল সহায়তা প্রদানকারী শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম।

About The Author

শেয়ার করুন