শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ১০, ২০২৪ by

বাংলাদেশের সাথে টেস্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্বেগ

বাংলাদেশ সফরে যাবে কি না, সে বিষয়ে এই সপ্তাহেই সিদ্ধান্ত যাবে দক্ষিণ আফ্রিকা। রাজনৈতিক অস্থিরতার কেন্দ্র করে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে নিরাপত্তা প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে সিএসএ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থির হয়ে গেছে এবং দক্ষিণ আফ্রিকা আশাবাদী যে তারা সফর করতে পারবে। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ), সাউথ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) সাথে পরামর্শ করে এই সপ্তাহের শেষের দিকে সিদ্ধান্ত নেবে, তাদের টেস্ট দল আগামী মাসে দুই ম্যাচের জন্য বাংলাদেশে যাবে কিনা। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরের ইচ্ছে নির্ভর করছে নিরাপত্তা প্রতিবেদনের ওপর, যা এখনও চূড়ান্তভাবে সম্পন্ন হয়নি। দক্ষিণ আফ্রিকা দলের আগামী মাসে বাংলাদেশে এসে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে। যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুসারে সিরিজটি ২১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। তবে নিরাপত্তা মূল্যায়নে কোনো ঝুঁকি চিহ্নিত হলে প্রোটিয়ারা বাংলাদেশ সফরে আসবে না। খেলোয়াড়রা বাংলাদেশ সফর করতে চায় কিনা সে বিষয়ে দক্ষিণ আফ্রিকা বোর্ড সিদ্ধান্ত নেবে। ব্যক্তিগত পছন্দের উপর ছেড়ে দেওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর সিএসএ-এর নিরাপত্তা মূল্যায়নের ওপর নির্ভর করছে। বাংলাদেশ সফরের আগে আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব-আমিরাতে উড়ে যাবে টেম্বা বাভুমা, এইডেন মার্করামরা। যদি দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফর করে, তবে ইনজুরড মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজির যাওয়ার সম্ভাবনা নেই।

About The Author

শেয়ার করুন