শক্তিশালী ভারতের বিপক্ষে দারুণ এক জয় নিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে গেল নিউজিল্যান্ড। এবার দুয়ারে বাংলাদেশের বিপক্ষে সিরিজ।
আর আগামি ১৩ তারিখ থেকে শুরু হতে যাওয়া লম্বা এই সিরিজের দিকে এবার তাকিয়ে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।ভারতের বিপক্ষে সিরিজ শেষে উইলিয়ামসন বলেন, ‘ভারতের বিপক্ষে সিরিজটা আমাদের জন্য দারুণ গেল। আমরা জানতাম ভারত শক্তভাবে ফিরে আসতে পারে। তবে, আমরা নিজেদের কাজটা ঠিকমত করতে পেরেছি। এটাই ক্রিকেটের সৌন্দর্য। এখন আমার দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে খেলবো। এবার আমরা এই সিরিজের অপেক্ষায় মুখিয়ে আছি।’