বার্মিংহামে কমনওয়েলথ গেমসের ২২তম আসরে বাংলাদেশের কুস্তিগীরদের কেউই জয়ের দেখা পাননি। ফ্রিস্টাইল ৬২ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনালে দোলা খাতুন ১০-০ পয়েন্টে হেরেছেন ক্যামেরুনের বার্থা এমেলিয়েন এনগোলের কাছে। পুরুষ ৮৬ কেজি ওজন শ্রেণিতে আবদুর রশিদ হাওলাদার ৪-০ পয়েন্টে হেরেছেন সিয়েরা লিওনের সেকু কাসেগবামার কাছে। পুরুষ ১২৫ কেজি শ্রেণিতে লিটন বিশ্বাস ১১-০ পয়েন্টে হেরেছেন জ্যামাইকার অ্যারন জনসনের কাছে। এছাড়া টেবিল টেনিস এককেও রামহিমরা হেরেছেন। এরই সঙ্গে বাংলাদেশের কমনওয়েলথ গেমসও শেষ হয়ে গেলো। বাংলাদেশ দলের শেফ দ্য মিশন আবদুর রকিব মন্টুবলেছেন, ‘কুস্তির ইভেন্ট দিয়ে বাংলাদেশের সকল খেলা শেষ হয়েছে। আগামী ৮ আগস্ট সমাপনী অনুষ্ঠান হবে। সেখানে কিছু অ্যাথেলট থাকবেন। বাকিরা দেশে ফিরে যাবেন। এখান থেকে আবার ইসলামিক সলিডারিটি গেমসেও যাবে কেউ কেউ।’