চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাউনি উড়ে গেছে। মেরামত না হওয়ায় খোলা আকাশের নিচেই শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। এদিকে উড়ে যাওয়া ছাউনি মেরামতের জন্য সহযোগিতা চেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।
জানা গেছে, গত সোমবার রাতে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থান দিয়ে হঠাৎ কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে বিদ্যালয়টির পাশাপাশি, আম, পাকা ধান, ঘরবাড়ি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে রহনপুর পৌর এলাকার বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষের টিনের ছাউনি উড়ে যায় ওই ঝড়ে।
বিদ্যালয়ের ছাত্র হৃদয় আলী জানান, সকালে বিদ্যালয়ে এসে দেখি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কক্ষের টিনের ছাউনি উড়ে গেছে। শ্রেণিকক্ষের ভেতরেই খোলা আকাশের নিচে ক্লাস করেছি আমরা।
আরেক শিক্ষার্থী শামসুন্নাহার জানান, খোলা আকাশের নিচে ক্লাস করতে চরম অসুবিধা হচ্ছে। রোদ আর গরমে বসে থাকা যায় না।
অভিভাবক খাইরুল ইসলাম জানান, এর আগেও কয়েকবার ঝড়ে একই অবস্থা হয়েছিল বিদ্যালয়টির। তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, টিনের ছাউনি আর নয়, এবার নতুন করে ছাদসহ পাকা ভবন তৈরি করা হোক।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে। যাতে দ্রুতই সংস্কার করা হয়। ঘর ও ঘরের ছাউনিগুলো মেরামতের দ্রুত ব্যবস্থা নেয়া হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করেছেন বলেও জানান তিনি।
এদিকে উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান বলেন, সংশ্লিষ্ট পৌরসভার মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।