বহাল তাসকিনের নিষেধাজ্ঞা

66

06-তাসকিন আহমেদের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেও লাভ হলো না। শুনানির পর আইসিসির জুডিশিয়াল কমিশনার বাংলাদেশের এই তরুণ পেসারের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন।
বুধবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করায় তাসকিনের উপর নিষেধাজ্ঞার আগের সিদ্ধান্তই বহাল থাকার কথা জানায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের ম্যাচগুলোয় বাংলাদেশের অন্যতম সেরা এই পেসারের খেলার ক্ষীণ সম্ভাবনাটুকুও এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল।
তাসকিনকে ফেরাতে নিয়মতান্ত্রিক পথে উদ্যোগ নিয়ে সোমবার আইসিসির কাছে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করা হয়। তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাঠানোর প্রক্রিয়াগত ত্রুটির কথা উল্লেখ করেই জানানো হয় রিভিউ আবেদন। বিসিবির বক্তব্য ছিল, পরীক্ষায় পাঠানোর আগে প্রয়োজনীয় ধাপগুলো তাসকিনে ক্ষেত্রে অনুসরণ করা হয়নি।
গত ৯ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রশ্নবিদ্ধ হয়েছিল আরাফাত সানি ও তাসকিনের বোলিং অ্যাকশন। নিয়ম অনুযায়ী বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণার এক সপ্তাহের মধ্যে পুনর্বিবেচনার আবেদন করতে হয়। সানির পর গত ১৫ মার্চ তাসকিনও চেন্নাইয়ের রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন। ফল আসার পর গত শনিবার আইসিসি দুই বোলারকেই নিষিদ্ধ করে।
সানির বিষয়টি মেনে নিলেও তাসকিনের নিষেধাজ্ঞা মেনে নিতে পারেনি বাংলাদেশ দলের সদস্যরা থেকে শুরু করে কোচ ও বিসিবি কর্মকর্তারাও। এর ফলশ্রুতিকেই করা হয় রিভিউ আবেদন।
আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার জুডিশিয়াল কমিশনার মাইকেল বেলফ কয়েক ঘণ্টাব্যাপী কনফারেন্স কলের মাধ্যমে শুনানি করেন। এতে তাসকিনের পক্ষে অসংখ্য যুক্তি তুলে ধরা হয়। সব যুক্তি শুনে ও এ বিষয়ে আইসিসির বক্তব্য পাওয়ার পর নিষেধাজ্ঞা বহাল রাখার রায় সব পক্ষকে জানিয়ে দেন তিনি।
এখন আন্তজাতিক ক্রিকেটে ফিরতে হলে তাসকিনকে বোলিং অ্যাকশন শুধরে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে আবার পরীক্ষা দিতে হবে।