চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম কোকাপাড়া এলাকা থেকে ফেনসিডিলসহ ২জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-জেলার শিবগঞ্জ উপজেলার উপর চাকপাড়া গ্রামের মো. জিয়াউর রহমানের ছেলে মো. সেতাউর রহমান সজিব (২৩), জালমাছমারী গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে মো. মেজবাউল হক (৩২)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫, চাঁপাইবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক মেজর মারুফুল ইসলাম ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে সদর উপজেলার বহরম কোকাপাড়া এলাকা থেকে ৫৪ বোতল ফেনসিডিলসহ মো. সেতাউর রহমান সজিব ও মো. মেজবাউল হককে গ্রেপ্তার করা হয়। এসময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত ১টি মোটর সাইকেল, ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ১২০ টাকা।
র্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদকের একটি চালান আসছে। এরপর র্যাবের অপারেশন দল সেখানে অভিযান চালায়। এসময় মোটরসাইকেলের সিটের নিচে, তেলের ট্যাংকি ও বিভিন্ন অংশের ভিতর লুকিয়ে রাখা অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।