Last Updated on জুন ২, ২০২৫ by
বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে দায়িত্বশীল সাংবাদিকতা বিষয়ে মতবিনিময় সভা
একবিংশ শতাব্দীতে অবাধ তথ্যপ্রবাহের যুগে এসে সংবাদপত্র, সংবাদ সংস্থা ছাড়াও ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়ার কার্যক্রম বৃদ্ধিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণ, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং সাংবাদিকদের স্বার্থ ও অধিকার নিশ্চিতকরণ আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।
সোমবার এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত প্রেস কাউন্সিল সভাকক্ষে প্রেস কাউন্সিলকে কার্যকর ও শক্তিশালী গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করার জন্য এসকল দপ্তর ও সংস্থার প্রধান ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান জাস্টিস একেএম আব্দুল হাকিম।
একেএম আব্দুল হাকিমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন— চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবি’র গবেষণা কর্মকর্তা রুহুল কবির।
সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, মানোন্নয়ন ও মান সংরক্ষণ এবং সাংবাদিকদের স্বার্থ ও অধিকার নিশ্চিতকরণে প্রেস কাউন্সিলের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণ এবং অপসাংবাদিকতা প্রতিরোধে বিভিন্ন সুপারিশও দেন।
সেই সঙ্গে প্রেস কাউন্সিলকে কার্যকর ও শক্তিশালী গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন তারা।