সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ১৮, ২০২৪ by

বসতভিটায় সবজি চাষ প্রশিক্ষণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার আতাহারের জুগিডাইংয়ে বৃহস্পতিবার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষদের নিয়ে বসতভিটায় সবজি চাষের ওপর প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। পরে তাদের মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বিতরণ করা হয়।
আতাহারের জুগিডাইংয়ে পুরাতন স্কুলঘরে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান। এসময় খাদ্যপুষ্টির চাহিদা মেটাতে বসতবাড়িতে সবজিচাষের প্রয়োজনীয়তা ও খাদ্য ও পুষ্টি সম্পর্কে তুলে ধরেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা কর্নেলিউস মুরমুসহ নারী ও পুরুষসহ ৩০ জন প্রশিক্ষণার্থী।
প্রশিক্ষণ শেষে সবার মধ্যে বিভিন্ন শাকসবজির বীজ বিতরণ করা হয়।
এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে।

About The Author

শেয়ার করুন