Last Updated on জুলাই ১৮, ২০২৪ by
বসতভিটায় সবজি চাষ প্রশিক্ষণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার আতাহারের জুগিডাইংয়ে বৃহস্পতিবার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষদের নিয়ে বসতভিটায় সবজি চাষের ওপর প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। পরে তাদের মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বিতরণ করা হয়।
আতাহারের জুগিডাইংয়ে পুরাতন স্কুলঘরে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান। এসময় খাদ্যপুষ্টির চাহিদা মেটাতে বসতবাড়িতে সবজিচাষের প্রয়োজনীয়তা ও খাদ্য ও পুষ্টি সম্পর্কে তুলে ধরেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা কর্নেলিউস মুরমুসহ নারী ও পুরুষসহ ৩০ জন প্রশিক্ষণার্থী।
প্রশিক্ষণ শেষে সবার মধ্যে বিভিন্ন শাকসবজির বীজ বিতরণ করা হয়।
এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে।