বল হাতে নতুন ইতিহাস রচনা করলেন হাসান
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে পেসারদের নৈপুণ্যে পাকিস্তানকে অলআউট করেছে বাংলাদেশ। পাঁচ উইকেট শিকার করে যার নেতৃত্ব দিয়েছেন মাত্রই নিজের তৃতীয় টেস্ট খেলতে নামা হাসান মাহমুদ। চার উইকেট শিকার করেছেন আরেক তরুণ পেসার নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৭২ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। তিন টাইগার পেসার শিকার করেছেন ১০ উইকেট। ৪৩ রানে পাঁচ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। চার উইকেট শিকার করেছেন নাহিদ রানা। ১ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশিদের মধ্যে প্রথম পাঁচ উইকেট শিকার করেছেন হাসান। ছোট্ট ক্যারিয়ারের প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করেছেন ২৪ বছর বয়সী এই পেসার। সবমিলিয়ে বাংলাদেশের সপ্তম পেসার হিসেবে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট পেলেন তিনি। পাকিস্তানের মাটিতে তো বটেই, পাকিস্তানের বিপক্ষেই তিনিই প্রথম। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট শিকার করা আগের বাংলাদেশিদের সবাই ছিলেন স্পিনার বোলার। তারা হলেন মোহাম্মদ রফিক, তাইজুল ইসলাম, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। এদের মধ্যে রফিক ও তাইজুল দুবার করে এই স্বাদ নেন। আগেরদিন শেষবেলায় জোড়া আঘাত করেন হাসান। গতকাল এই পেসার শিকার করেন বিপজ্জনক হয়ে ওঠা মোহাম্মদ রিজওয়ান এবং দুই টেল এন্ডার মোহাম্মদ আলী ও মীর হামজার উইকেট। হাসানের পাঁচ উইকেটের পাশাপাশি নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান। জবাব দিতে নেমে জাকির হাসান ও সাদমান ইসলামের ব্যাটে ভালো শুরু পেয়েছে টাইগাররা।