সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১২, ২০২৪ by

বর্ণিল আয়োজনে নার্সেস দিবস উদযাপন

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি’- এই প্রতিপাদ্যে রবিবার চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। বর্ণিল আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউট এসব কর্মসূচির আয়োজন করে।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজের নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় হাসপতাল চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম এতে যোগ দেন।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল সংলগ্ন নার্সিং ইনস্টিটিউট চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ মো. মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন- ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজ, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মো. গোলাম রাব্বানীসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জের কয়েকজন নার্স নার্সিং সেবার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের পোশাক পরিধান করে শ্রদ্ধা জানান সেই নারীকে। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দেয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জের নার্সদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বক্তারা।
এসময় ২০৫ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাজির আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন