বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on আগস্ট ২৬, ২০২৪ by

বন্যার্তদের জন্য ‘উপহার’ পাঠালেন অপু বিশ্বাস

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের ১১টি জেলার মানুষ। ঘর-বাড়ি ও বসতভিটা হারিয়ে অসহায় হয়ে পড়েছেন বন্যার্তরা। পানিবন্দি হয়ে বিপর্যন্ত জীবনযাপন করছেন তারা। এমন পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ঢালিউড ক্যুইন খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ কর্মসূচিতে সহায়তা পাঠিয়েছেন এ নায়িকা। গত রোববার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টার একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন অপু বিশ্বাস। ভিডিওতে দেখা যায়, তার প্রতিনিধি হিসেবে এক যুবক কিছু অর্থ গণত্রাণ কর্মসূচিতে প্রদান করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে। কারণ, আমার নিজেরও ছেলে আছে। এইসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই। কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছিনা।’ তিনি আরও লিখেছেন, ‘বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম, ফাউন্ডেশনে সহায়তা করে চেষ্টা করে যাচ্ছি বন্যার্থদের পাশে থাকার।আমরা সবার যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই। তাহলেই ঘুরে দাড়াবে আমাদের সোনার বাংলাদেশ।’

About The Author

শেয়ার করুন