বন্যার্তদের খাদ্যসামগ্রী দিল জেলা চাউলকল মালিক গ্রুপ

18

সুনামগঞ্জ ও সিলেট এলাকার বন্যাদুর্গত মানুষকে সরকারি ও বেসরকারি উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা অব্যাহত রয়েছে। বন্যাদুর্গত সুনামগঞ্জ ও সিলেট এলাকার মানুষের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউলকল মালিক গ্রুপ।  রবিবার সকালে বন্যাদুর্গত এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের সার্বিক দায়িত্ব পালন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি মো. এরফান আলী।