বন্যাদুর্গতের জন্য বাবুডাইং আলোর পাঠশালার সহায়তা
দেশের পূর্বাঞ্চলে বন্যাদুর্গত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষক-শিক্ষার্থীরা। গত মঙ্গলবার ও বুধবার দুই দিনে বানভাসি মানুষদের জন্য ১৩ হাজার ৮০ টাকা উত্তোলন করেছেন তারা।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে অবস্থিত বিদ্যালয়টির শিক্ষাক-শিক্ষার্থীদের টাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক এবং শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, মঙ্গলবার ও বুধবার দুই দিনে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষক-শিক্ষার্থীরা মিলে দিয়েছেন ১৩ হাজার ৮০ টাকা। এ টাকা পাঠানো হবে প্রথম আলো ট্রাস্টে। শিশুকাল থেকেই শিক্ষার্থীদের এমন মহতী উদ্যোগ সুন্দর দেশ গড়তে সাহায্য করবে।