রবিবার, ৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on আগস্ট ২৮, ২০২৪ by

বন্যাদুর্গতের জন্য বাবুডাইং আলোর পাঠশালার সহায়তা

দেশের পূর্বাঞ্চলে বন্যাদুর্গত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষক-শিক্ষার্থীরা। গত মঙ্গলবার ও বুধবার দুই দিনে বানভাসি মানুষদের জন্য ১৩ হাজার ৮০ টাকা উত্তোলন করেছেন তারা।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে অবস্থিত বিদ্যালয়টির শিক্ষাক-শিক্ষার্থীদের টাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক এবং শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, মঙ্গলবার ও বুধবার দুই দিনে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষক-শিক্ষার্থীরা মিলে দিয়েছেন ১৩ হাজার ৮০ টাকা। এ টাকা পাঠানো হবে প্রথম আলো ট্রাস্টে। শিশুকাল থেকেই শিক্ষার্থীদের এমন মহতী উদ্যোগ সুন্দর দেশ গড়তে সাহায্য করবে।

About The Author

শেয়ার করুন