বন্যাদুর্গতদের পাশে দাঁড়াল চাঁপাইনবাবগঞ্জ চেম্বার
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দেশের বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ শুরু করেছে। সোমবার বিকেলে জেলাশহরের পুরাতন বাজারে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে সকল শ্রেণী-পেশার ব্যবসায়ীদের নিয়ে বন্যাদুর্গতদের সাহায্যর্থে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চেম্বারের পরিচালকসহ জেলার সকল ধরনের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
সভা থেকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যর্থে যে যার সাধ্যানুযায়ী সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, দুর্ভোগে থাকা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল ব্যবসায়ীকে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি (ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার)। আক্রান্ত ১১টি জেলায় ৭৪টি উপজেলার মোট ১২ লাখ ৩৮ হাজার ৪৮টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৭ লাখ ১ হাজার ২০৪ জন।