মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৪, ২০২৫ by

বড়ো ব্যবধানে জয় পেলো মায়ামি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এতে টানা তিন হারের পর জয়ে ফিরেছে এমএলএসের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মায়ামির হয়ে সর্বশেষ গোলটি করেছেন মেসি। রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে আক্রমণভাগে আক্ষরিক অর্থেই ঝড় তোলে মায়ামি। নবম মিনিটে ফাফা পিকল্ট প্রথম গোল করেন। এরপর ৩০ মিনিটে ডিফেন্ডার মার্সেলো উইগানড দ্বিতীয় গোল করেন। ৩৯ মিনিটে গোল করে মায়ামিকে ৩-০ গোলে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। টানা ৯ ম্যাচের গোলখরা কাটান উরুগুয়ে তারকা। সুয়ারেজের গোল নিয়ে মায়ামি মাচেরানো বলেন, ‘লুইস সুয়ারেজের গোলমুখে ফেরাটা আমাদের আনন্দ দিয়েছে। কারণ আমরা জানি স্ট্রাইকাররা গোল থেকেই আত্মবিশ^াস পায়।’ হাফটাইমের ঠিক আগে এরিক ম্যাক্সিম চুপো-মোটিং একটি গোল শোধ দেন রেড বুলসের পক্ষে। তবে ৬৭ মিনিটে মেসির করা মৌসুমের নবম গোলে আবারও ব্যবধান বাড়ায় মায়ামি (৪-১)। এই জয়ের ফলে ইন্টার মিয়ামি পূর্বাঞ্চলীয় কনফারেন্সের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে আসে এবং আগামী সপ্তাহে মিনেসোটা ইউনাইটেডের মুখোমুখি হবে তারা। অন্যদিকে রেড বুলস (৪-৪-৩, ১৫ পয়েন্ট) এখন পর্যন্ত চলতি মৌসুমে অ্যাওয়ে ম্যাচে জয় পায়নি। এই ম্যাচের আগে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ সেমিফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে দুটি লেগেই হেরেছিল মিয়ামি। এতে তাদের প্রথম মহাদেশীয় শিরোপার স্বপ্ন ভেঙে যায়। দুই লেগের মাঝে মাচেরানোর দল এমএলএসেও প্রথমবারের মতো হেরেছিল এফসি ডালাসের বিপক্ষে, ৪-৩ ব্যবধানে। ম্যাচ শেষে মাচেরানো বলেন, ‘আমি মনে করি ইতিমধ্যে অনেক হতাশা রয়েছে। সবচেয়ে বেশি হতাশ আমি নিজে, টেকনিক্যাল স্টাফ ও খেলোয়াড়রা। কারণ আমরা ফাইনালে পৌঁছাতে পারিনি। তবে আমাদের শিখতে হবে। আমি মনে করি ভবিষ্যতে ফলাফল ভিন্ন হলে সেটিই আমাদের শিক্ষা হবে।’ ‘রোমও দু’দিনে তৈরি হয়নি। বাস্তবতা হলো প্রত্যাশা অনেক বেশি, আর আমি এতে সমস্যা দেখি না। তবে ক্লাবের বয়স মাত্র পাঁচ বছর। আজ আমরা এখানে এমএলএসে মনোযোগ দিতে এসেছি, শীর্ষ অবস্থানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে। এরপর আছে ক্লাব বিশ^কাপ ও লিগস কাপ’-যোগ করেন মাচেরানো।

About The Author

শেয়ার করুন