Last Updated on অক্টোবর ২, ২০২৪ by
বড়ো তামিমের হাত ধরে সিএ স্পোর্টসে যুক্ত হলো ছোট তামিম
নামেও মিল, কাজেও, এবার ব্যাটেও। তানজিদ তামিমকে ছোট তামিম বলা হয়, বাংলাদেশের ক্রিকেটে তার চেয়েও বড় তামিম একজন আছেন, তামিম ইকবাল। বড় তামিমকে আবার আগাগোড়া আইকন মানেন ছোট তামিম। সেই তামিম ইকবালের হাত ধরেই এবার সিএ স্পোর্টসের সাথে চুক্তি হলো তানজিদ তামিমের। বড় তামিমের মতো ছোট তামিমও খেলবেন সিএ ব্র্যান্ডের লোগো সম্বলিত ব্যাট দিয়ে। নামীদামী ক্রিকেটারদের সাথে ব্যাট বা ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানদের চুক্তি এই রেওয়াজ বহু পুরনো। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে প্রাদপ্রদীপের আলোয় আসেন তানজিদ তামিম। এরপর সুযোগ পান জাতীয় দলে। তামিম ইকবালের অনুপস্থিতিতে হাল ধরেছেন জাতীয় দলের ওপেনিংয়েই। দুই তামিমের মধ্যে আবার সম্পর্কটাও দারুণ। তারই সুবাদে বড় তামিম ছোট তামিমকে চুক্তি করিয়ে দিলেন সিএ স্পোর্টসের সাথে। তামিম ইকবালের মতো তানজিদ তামিমের ব্যাটেও তাই দেখা যাবে সিএ লোগো, যে লোগোসম্বলিত ব্যাট দিয়ে একসময় নিজের আইকনকে ব্যাট করতে দেখেছেন টিভি পর্দায়। তানজিদ তামিম তার ফেসবুক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘এই ইন্ডাস্ট্রির অন্যতম সেরা প্রতিষ্ঠানের সাথে যাত্রা। আমার ওপর আস্থা রাখায় সিএ স্পোর্টসকে ধন্যবাদ। নতুন যাত্রার জন্য রোমাঞ্চিত বোধ করছি। এটা সত্যি করার জন্য অনেক বেশি ধন্যবাদ তামিম ইকবাল ভাইকে, অসাধারণ যে মানুষটাকে আমি সবসময় অনুসরণ করি।’ জুনিয়র ক্রিকেটারদের প্রতি তামিমের এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া নতুন কিছু নয়। এর আগে যুব বিশ্বকাপজয়ী আরেক তারকা তাওহীদ হৃদয়ের ব্যাটের স্পন্সরও এসেছিল তামিমের হাত ধরে। এছাড়া দেশের বয়সভিত্তিক ও নারী ক্রিকেট পর্যায়ে তামিমের ব্যাট দিয়ে খেলেন অনেকেই। কারও ব্যাটের প্রয়োজন হলেই তার হাতে তামিম তুলে নেন নিজের ব্যাটটা।