চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট এলাকায় মেসার্স কাজল স্টোর নামের একটি দোকানের গোডাউনে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করে সাধারণ ভোক্তাদের মধ্যে বোতলের গায়ে লেখা মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ওসমান গণি এই তথ্য নিশ্চিত করে বলেন- কেউ যেন সয়াবিন তেল গোডাউনজাত করতে না পারে সেজন্য আমাদের পক্ষ থেকে প্রতিদিন খোঁজ রাখা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার আমরা জানতে পারি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট এলাকার মেসার্স কাজল স্টোরের একটি গোডাউনে প্রচুর তেল মজুত রাখা হয়েছে। এমন খবর পেয়ে পুলিশের সহযোগিতায় ওই গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচ ও এক লিটারের বোতলজাত সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার এবং ওই গোডাউনের মালিককে তেল মজুত রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা তেলগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে বোতলের গায়ে লেখা মূল্যে বাজারজাত করতে নির্দেশ দেয়া হয় বলে তিনি জানান।
অভিযানে জেলা স্যানিটারি পরিদর্শক কোবাদ আলী উপস্থিত ছিলেন। সদর থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।