রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ২০, ২০২৫ by

বটতলাহাটে মোবাইল কোর্টের অভিযান : প্লাস্টিক ব্যাগ ব্যবহার করায় চাল মিলকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে একটি চাল মিলে পাটের ব্যাগ ব্যবহার না করে চালের বস্তায় প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার মোবাইল কোর্টের বিচারক জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন এই দণ্ড প্রদান করেন।
মোবাইল কোর্টে থাকা চাঁপাইনবাবগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অজিত কুমার রায় জানান, আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিনের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট পোল্লাডাঙ্গা এলাকার অ্যারোমেটিক রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন দেখা যায়, চালের বস্তায় পাটের তৈরি ব্যাগ ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয়েছে। যা আইনের লংঘন। তাই পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর আওতায় মিলটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে সদর থানার এসআই আব্দুল হাইসহ পুলিশের একটি টিম অংশ নেন।

About The Author

শেয়ার করুন