বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ২০২১, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বটতলাহাট এলাকায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ মাগরিব ‘ভবন নির্মাণ শ্রমিক সংগঠন ও সেন্টু স্মৃতি অটো চালক সমিতি’ এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, ভবন নির্মাণ শ্রমিক সংগঠনের উপদেষ্টা মো. ইব্রহিম খাঁন, ‘ভবন নির্মাণ শ্রমিক সংগঠন ও সেন্টু স্মৃতি অটো চালক সমিতি’এর উপদেষ্টা সামিউল আলিম। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সালেহ উদ্দিন।