বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট বালকে গোমস্তাপুর ও বালিকায় সদর উপজেলা দল চ্যাম্পিয়ন

16

চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) শেষ হয়েছে।  শুক্রবার বিকেলে ডা. আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে প্রথমে বালিকা ও পরে বালকদের খেলার মধ্যদিয়ে জেলা পর্যায়ে শেষ হয় এবারের টুর্নামেন্ট।
বালিকাদের চূড়ান্ত খেলা চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে ১-০ গোলে সদর উপজেলা দল জয়লাভ করে। পরে বালকদের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও গোমস্তাপুর উপজেলা ফুটবল দলের মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলে জয়লাভ করে গোমস্তাপুর উপজেলা ফুটবল দল।
মঞ্চে বসে খেলা উপভোগ করেন চাঁপাইনবাবগঞ্জের মহিলা সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলামসহ অন্যরা।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্টের শহীদদের, মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ফেরদৌসী ইসলাম জেসি এমপি। তিনি বলেনÑ জাতির পিতা ফুটবলের প্রতি ছিলেন বিশেষ অনুরাগী, তাঁর ছেলেরাও ফুটবলকে ভালোবাসতেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম বলেনÑ যারা জয়লাভ করেছে তারা আগামীতে বিভাগীয় পর্যায়ে খেলবে, যারা পরাজিত হয়েছে তাদেরও খেলাধুলা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, দুটি নাম অন্তরে নিয়ে যেতে হবেÑ একটি হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তিনি বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করবে তোমরা। তাই তোমাদের মাদক থেকে দূরে থাকতে হবে, বাল্যবিয়েকে না বলতে হবে। তিনি করোনা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল হওয়ার বিষয়টিও তুলে ধরেন।
বক্তারা এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং দেশীয় খেলাধুলায় অংশগ্রহণ করতে আহ্বান জানান।
অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, গোমস্তাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন উপস্থিত ছিলেন।