চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আ আ ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রানীহাটি ইউনিয়ন ফুটবল দল টাইব্রেকারে ৬-৫ গোলে চরঅনুপনগর ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার নির্ধারিত সময়ে কোনো পক্ষই গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ সহকারী কমিশনার আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তোসিকুল আলম বাবুল, চরঅনুপনগর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বাদি বাদশা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান রজু।
উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ও সদর উপজেলা প্রশাসন আয়োজিত এই টুর্নামেন্টে উপজেলার ১৪টি ইউনিয়ন দল অংশ নেয়।