বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উদীচীর আলোচনা

27

স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা,সবকালের শ্রেষ্ঠ বাঙালি , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী,  চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদ আলোচনা সভা, সংগীত ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার বিকেলে উদীচী কার্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্য বিধি মেনে এ্ই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সংসদের সহ-সভাপতি অ্যাডভোকেট সাঈদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন রাজনীতিক ইসরাইল সেনটূ,  জেলা উদীচীর সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন,  আমিরুল ইসলাম জীবন প্রমূখ। বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও বর্তমান সরকারের ২০২১ ও ২০৪১ সালের ভিশন অর্জনের ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা  রয়েছে বলে উল্লেখ করেন। পরে উদীচীর সংগীত ও আবৃত্তি বিভাগের শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।