Last Updated on নভেম্বর ২১, ২০২৪ by
বঙ্গতে মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’
মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাজলরেখা’। চলতি বছর ঈদুল ফিতরে এটি মুক্তি পায় দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। বাংলার রূপকথায় নির্মিত এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবাগতা চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী, শরীফুল রাজ, ইরেশ যাকের, মিথিলাসহ অনেকে। তারকাবহুল এই সিনেমাটি এবার দেখা যাবে মাত্র ২০ টাকায়, তাও আবার ঘরে বসে। নির্মাতা জানান, আগামীকাল শনিবার থেকে ‘কাজলরেখা’ মুক্তি পাচ্ছে দেশীয় ওটিটি প্লাটফর্ম বঙ্গতে। সিনেমার প্রধান চরিত্রে আছেন মন্দিরা চক্রবর্তী। এছাড়াও এর মধ্যদিয়ে বড়পর্দায় নাম লিখিয়েছেন নাটকের জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত ‘কাজলরেখা’। আর এই গীতিকার সঙ্গে জড়িয়ে আছে ময়মনসিংহ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য। সিনেমার শুটিং হয়েছে নেত্রকোনার দুর্গাপুর, খুলনা সুন্দরবন, কক্সবাজার, সিলেটের হাওড় ও রাজধানীর মিরপুরে। আর এতে নবীন-প্রবীণ মিলিয়ে শতাধিক শিল্পী-কলাকুশলীরা কাজ করেছেন।