Last Updated on জুন ২৩, ২০২৪ by
বগুড়ায় বাসের ধাক্কায় নরীসহ নিহত ২
বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু উপজেলার বিবিরপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রতœা বেগম (৩৫) ও কাহালু উপজেলার লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রতœা বেগম ঈদের পর বাবার বাড়ি বেড়াতে আসেন। রবিবার সকালে তিনি তার খালাকে বিদায় জানাতে বিবিরপুকুর বাজারের বাসস্ট্যান্ডে যান। ওই বাজারে তার সঙ্গে দেখা হয় বাবার বাড়ি এলাকার সৈকতের সঙ্গে। তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়।
ওসি সেলিম রেজা বলেন, ‘পুলিশকে জানিয়ে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছে। ঢাকাগামী বাসটি দ্রুত এলাকা ত্যাগ করায় তা শনাক্ত করা যায়নি। নিহতদের পরিবার অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।’