ফ্লিনটফকে টপকালেন সাকিব

61

3

ক্রিকেট ব্যাট-বলের খেলা। কেউ দলে অবদান রাখেন ব্যাটিংয়ে, কেউ বা বোলিংয়ে। সাকিব আল হাসান দলে অবদান রাখেন ব্যাট-বল উভয় বিভাগেই। বর্তমানে বিশ্বসেরা অলরাউন্ডারও তিনি। তাই সাকিবের তুলনা হবে ভুবন কাঁপানো সাবেক অলরাউন্ডারদের সঙ্গেই। ইংল্যান্ডের কিংবদন্তি অ্যান্ড্রু ফ্লিনটফ তাদেরই একজন। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি২০-তে তিন উইকেট নিয়ে ৪০০ উইকেট শিকারি ফ্লিনটফকে টপকে গেলেন সাকিব। আন্তর্জাতিক টি২০, ওয়ানডে ও টেস্ট মিলে বাংলাদেশের এই তারকা দখলে নিয়েছেন ৪০২ উইকেট। ৪০০ উইকেট পকেটে জমা করতে সর্বকালের অন্যতম সেরা ইংলিশ অলরাউন্ডার ফ্লিনটফ খেলেছেন ২২০ ম্যাচ। এই মাইলফলক স্পর্শ করতে সাকিবের লেগেছে ২৩৯ ম্যাচ। ৪২টি টেস্ট খেলে ১৪৭টি উইকেট নিয়েছেন সাকিব। ওয়ানেডেতে তার উইকেট সংখ্যা ২০৬টি। খেলেছেন ১৫৭টি একদিনের ম্যাচ। আর ৪০টি টি২০ খেলে নামের পাশে যোগ করেছেন ৪৬ উইকেট।