শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on আগস্ট ২৯, ২০২৪ by

ফ্রিতে দেখা যাবে ওসি হারুনের ‘মহানগর’

২০২১ সালের কথা। সারা বিশ্বে করোনার দাপট। ওই সময়ে ঢাকা মহানগরে কোনো এক রাতের ঘটে যাওয়া এক গল্প নিয়ে নির্মিত হয় ‘মহানগর’ নামের একটি সিরিজ। ওই বছরের জুনে ওটিটি প্ল্যাটফরম হইচইতে মুক্তি পায় সেটি। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত এই সিরিজটি নির্মাণ করেন বাংলাদেশের হালের আলোচিত নির্মাতা আশফাক নিপুণ। সিরিজটি বাংলাভাষী দর্শককে যেন নাড়িয়ে দিয়ে যায় সে সময়। মুক্তির পর থেকেই সিরিজটি দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছে। এখনো দর্শক মনে দাগ কেটে চলেছে ওসি হারুন চরিত্রটি। এবার দর্শকদের জন্য নতুন ঘোষণা দিল হইচই। আজ শুক্রবার থেকে ‘মহানগর’-এর প্রথম সিজন দেখা যাবে একদম ফ্রিতে। হইচই অ্যাপ ডাউনলোড করলেই দেখা যাবে এটি। লাগবে না কোনো সাবস্ক্রিপশন, লাগবে না রেজিস্ট্রেশন। সেই সঙ্গে হইচই বাংলাদেশের ইউটিউব চ্যানেলে মহানগরের প্রথম কিস্তির একটা পর্ব দেখা যাবে ফ্রি। এ ব্যাপারে পরিচালক আশফাক নিপুণ বলেন, ‘মহানগর নির্মাণের সময় ভাবিনি যে সিরিজটি মানুষ এত পছন্দ করবে। ওয়েব সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয়। যেই বিষয়টি নিয়ে আমি কখনো মিডিয়াতে কথা বলিনি। সে সব ব্যাপার নিয়ে আলাপ করা যাবে অন্য কোনো সময়।’ অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘মহানগর মুক্তির পর থেকেই সাধারণ মানুষের যে রেসপন্স ও ভালোবাসা পেয়েছি, তা অবিশ্বাস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাস্তবে সবখানে প্রশংসা পেয়েছি কাজটার জন্য। এখনো দর্শক ওসি হারুনকে দেখতে চায়।’ মহানগরের প্রথম সিজনে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, খাইরুল বাসার প্রমুখ।

About The Author

শেয়ার করুন