মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ৩১, ২০২৪ by

ফের বড়পর্দায় নিশোর নায়িকা তমা

গত কিছুদিন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চিত্রনায়িকা তমা মির্জা দুজনেই বিভিন্ন ভাবে খবরের শিরোনাম হচ্ছেন। নতুন সিনেমার খবরে ছিলেন অভিনেতা, অন্যদিকে নির্মাতা রাফির সঙ্গে দুরত্বের খবরে আসেন নায়িকা। গুঞ্জন ছিল, রাফি ও তমা মির্জার প্রেমের। এরমধ্যে নাকি আবার সে প্রেম ভেঙ্গেও গেছে। তবে এটি নিয়ে দুজনের কেউ মুখ খোলেননি। এদিকে নিশো ও তমা প্রথমবার রাফির ‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটি বাঁধেন। এরপর এ নির্মাতার আর কোনো সিনেমায় নিশো ও তমার দেখা মেলেনি। তবে নতুন খবর হলো নিশা ও তমা ফের আবারও জুটি বাঁধছেন। শিহাব শাহীনের ‘দাগী’ সিনেমায় তাদের দেখা যাবে বলে, জানা যায়। গত মে মাসে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হন নিশো। এগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট। তখন এর বাইরে আর কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানাচ্ছে, ‘দাগী’ সিনেমায় নিশোর নায়িকা হচ্ছেন তমা মির্জা। খুব দ্রুতই আসছে এর আনুষ্ঠানিক ঘোষণা। আর সিনেমার গল্পটা এক ভোলাভালা যুবকের। চাঁদপুরের মদনা গ্রামের ছিঁচকে চোর রসু খাঁ। ভালোবাসায় পরাস্ত হয়ে একসময় সিরিয়াল কিলারে পরিণত হয় সে। যে ভূমিকায় দেখা যাবে নিশোকে।

About The Author

শেয়ার করুন