শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ১৪, ২০২৪ by

ফের প্রেক্ষাগৃহে আদর-পূজার ‘লিপস্টিক’

গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল লিপস্টিক সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। সে সময় মাত্র আটটি হলে মুক্তি পেয়েছিল সিনেমাটি। সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা সে সময় জানিয়েছিলেন, সিন্ডিকেটের কারণে ভালো সিনেমা হয়েও তেমন হল পায়নি সিনেমাটি। তবে তৃতীয় সপ্তাহে সিনেমাটির হল সংখ্যা বেড়েছিল কয়েক গুণ। সেই সিনেমাটি এবার স্টার সিনেপ্লেক্সে নতুন করে মুক্তি দেওয়া হয়েছে। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটি শনিবার থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় মোট ১৪টি শো চলছে বলে জানিয়েছেন আদর আজাদ। গণমাধ্যমকে নায়ক বলেন, ‘ছাত্র আন্দোলনের জের ধরে সরকার পতন। এরপর এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সময়ে নতুন করে শোবিজ ইন্ডাস্ট্রি আবার চাঙা হতে শুরু করেছে। হল সচল রাখতে নতুন নতুন সিনেমা দরকার এখন। এই পরিস্থিতিতে ফের স্টার সিনেপ্লেক্সে আমাদের লিপস্টিক প্রদর্শিত হচ্ছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। সবাইকে অনুরোধ করব, হলে গিয়ে সিনেমাটি দেখার।’ সিনেমার গল্পে দেখা যাবে, ঢাকার অদূরে এক গ্রামের কিশোরী বুচি। চোখে-মুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশ্যেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এর পরই শুরু হয় অন্য এক জীবন। এতে বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তার নায়ক আদর আজাদ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। একটি অতিথি চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে।

About The Author

শেয়ার করুন