দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফের এক সিনেমায় দেব-জিৎ

টলিউড ইন্ডাস্ট্রিতে দেব আর জিতের রেষারেষি নিয়ে নতুন করে কিছু বলার নেই। ভক্তদের শত আবেদন সত্ত্বেও একে-অপরের সঙ্গে কাজ করতে রাজি নন তারা, এমনটাই খবর ইন্ডাস্ট্রি সূত্রে। মাঝে রুক্মিণী মৈত্র সব ঠিক প্রমাণ করার চেষ্টা করলেও, তা মানতে নারাজ একাংশ। দুই নায়কের ফ্যান ক্লাবের সদস্যরাও প্রায়ই বিতর্কে জড়ান সোশ্যাল মিডিয়াতে। বছরখানেক আগে দেবের ‘কিডন্যাপ’ ও জিতের ‘শেষ থেকে শুরু’ একসঙ্গে মুক্তি পেয়েছিল। আর তারপর দক্ষিণ কলকাতার এক হলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই অভিনেতার ভক্তরা। তবে এখন নতুন খবর, পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় আবারও একসঙ্গে দেখা যাবে এই দুই নায়ককে। একটি বড়সড় কমার্শিয়াল ছবির পরিকল্পনা করে ফেলেছেন তিনি। শোনা যাচ্ছে, দুই স্টারের সঙ্গে কিছু মিটিংও করে ফেলেছেন তিনি। যদিও এই নিয়ে আর কোনো তথ্য এখনও সামনে আসেনি। এর আগে একসঙ্গে কাজের ব্যাপারে জিজ্ঞেস করা হলে দেব জানিয়েছিলেন, এটা সম্পূর্ণ নির্ভর করছে কে কী বিষয়ে প্রস্তাব আনবে। আমি আগেও জিৎদার কাছে গিয়েছি প্রস্তাব নিয়ে, কিন্তু কাজ করা হয়নি। আমি তো অনেক নায়কের সঙ্গেই কাজ করেছি মিঠুন দা, বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়)। জিৎদার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে। কিন্তু একজন সুপারস্টারকে ছবিতে নেওয়ার অর্থ তার চরিত্রকে জাস্টিফাই করতে হবে। যেমনটা প্রজাপতিতে মিঠুনদাকে করা হয়েছিল। অন্যদিকে ব্যুমেরায় মুক্তির আগে রুক্মিণী মৈত্রকে পাশে নিয়ে জিতের জবাব ছিল, ‘আমার আর দেবের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই’। এর আগে ২০১০ সালে ‘দুই পৃথিবী’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল দেব ও জিতকে। এরপর আর দেখা যায়নি।

About The Author