ফের অস্কার সঞ্চালনায় জিমি-মলি

4

অস্কারের মঞ্চে ফিরছেন অভিনেতা জিমি কিমেল। মার্কিন এ টিভি তারকা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৬তম আসর উপস্থাপনা করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। জিমির এটি চতুর্থ সঞ্চালনা। এর আগে ৮৯, ৯০ ও ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সঞ্চালকের দায়িত্ব পালন করেন তিনি। অস্কার সঞ্চালনা প্রসঙ্গে জিমি কিমেল রসিকতা করে বলেন, ‘আমি সবসময় স্বপ্ন দেখেছি চতুর্থবার অস্কার সঞ্চালনা করার।’

জিমির সঞ্চালনার পাশাপাশি তার স্ত্রী মলি অস্কারের নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন। এই প্রসঙ্গে অ্যাকাডেমি সিইও বিল ক্রামের বলেন, ‘জিমির সঞ্চালনায় ফেরা এবং মলির নির্বাহী প্রযোজক হিসেবে ফেরায় আমরা আনন্দিত। তারা আমাদের মতোই চলচ্চিত্র ভালোবাসেন এবং বিশ্বব্যাপী দর্শকদের জন্য একটি দারুণ বিনোদনমূলক অনুষ্ঠান তৈরি করার ক্ষেত্রে প্রতিশ্রুতিশীল।’একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। সূত্র: হলিউড রিপোর্টার