চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মোহনপুর ঘোন্টলা গ্রামের ফেরীওয়ালার মেয়ে মাসরুফা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
দরীদ্র ঘরে জন্ম নেয়া মেয়েটির বাবা একজন ফেরিওয়ালা। পাড়া মহল্লায় ফেরি করে প্লাষ্টিক সামগ্রী বিক্রি করে সংসার চালান। তাঁর মাও টুকটাক অন্যের বাড়িতে কাজ করে কিছুটা সহায়তা করে সংসারে।
বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মোসা.মাসরুফা তাবাসসুম বরাবরি স্কুলে ভাল রেজাল্ট করে আসছিল। সে ধারাবাহিকতায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। বড় হয়ে মাসরুফা সরকারি চাকুরী করে দেশের সেবা করতে চায়। সে সকলের দোআ প্রার্থী।