শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ১৬, ২০২৫ by

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানানোর আহ্বান

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গ টেনে সোমবার এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্যের উদ্যোগে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় জাতীয় বাজেট ২০২৫-২৬’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে বলব— জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে অতিদ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি, সেরকম কার্যক্রম নেবেন। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে, সেটা খুব শিগগিরই ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে, তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে।’
লন্ডনের বৈঠকের বিষয়ে গত রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, লন্ডনে যে ঘোষণাটা এসেছে, অন্যদের মতো তিনি সংবাদমাধ্যম থেকে যেটুকু জেনেছেন এর বাইরে তার কিছু জানা নেই।
তবে বৈঠকের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন যে, প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হতে পারে বলে ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।
নির্বাচিত সংসদে এই সরকারের অনুমোদন নিতে হবে উল্লেখ করে সালাহ উদ্দিন আহমদ বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক জিজ্ঞাসা করেছেন যে, তাদের দায়মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা। বৈঠকে কারো দায়মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না।
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে কনস্টিটিউশনাল লেজিটেমেসি সংক্রান্ত আর্টিকেল ১০৬ অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুযায়ী। সংবিধান যেহেতু এখনো চালু রয়েছে, সেহেতু সাংবিধানিকভাবে এই সরকার চলছে। সংবিধানে বলা হয়েছে যে, উপদেষ্টাগণ মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন এবং মন্ত্রী হওয়ার জন্য আর্টিকেল ৬৬ অনুসারে সংসদ সদস্য হওয়ার যে সমস্ত যোগ্যতা থাকতে হয়, সেটা উপদেষ্টামণ্ডলীকে মাথায় রাখতে হবে। সেখানে কিন্তু বিদেশী নাগরিকত্বের বিষয়টি অনুমোদন করেনি এবং আরো অনেক বিষয় আছে।’
তিনি বলেন, ‘কনস্টিটিউশনালি এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটা আপনাদের (অন্তর্বর্তীকালীন সরকার) মাথায় রাখবেন। রেটিফিকেশন লাগলে এই লেজিটেমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারসহ আরো অনেকে বক্তব্য দেন।

About The Author

শেয়ার করুন