কক্সবাজারে যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে থাকা গণমাধ্যমের গাড়ির উপর হামলার হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৫টার দিকে ফেনি বাসস্ট্যান্ড থেকে নিকটবর্তী সেভেন স্টার হোটেলের সামনে খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে থাকা গণমাধ্যমের কিছু গাড়ির উপর অতর্কিত হামলা চালানো হয়। গাড়িবহর থেকে সিনিয়র রিপোর্টার শরীফুল ইসলাম জানান, পাঁচটার কাছাকাছি সময়ে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি ফেনীর সার্কিট হাউসে পৌঁছে। বহরের সঙ্গে থাকা সাংবাদিকদের কয়েকটি গাড়ি সেভেন স্টার হোটেলের দিকে খেতে গেলে এই হামলার শীকার হয়। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা জানা জায়নি। তবে বিএনপি বলেছে, এরা সরকারি দলের লোক। এসময় কয়েকটি গণমাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি।