চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪১ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার উদয়নগর চৌডালা গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে মো. এবাদুল হক (৩৬) ও একই উপজেলার চৌডালা বাগচিপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে হান্নান ওরফে কালু (৪৮)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত পৌনে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকারের নেতৃত্বে জেলার শিবগঞ্জ উপজেলার হরিনগর গ্রামে একটি আমবাগানের পাশে অভিযান চালায়। অভিযানে মো. এবাদুল হক ও মো. হান্নান ওরফে কালুকে ১৪১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।