চাঁপাইনবাবগঞ্জের দুইটি সংসদীয় আসনে উপনির্বাচনে গত বুধবার বেসরকারিভাবে নির্বাচিত হবার পর নেতাকর্মীসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মু. জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. আব্দুল ওদুদ।
বেসরকারি ফলাফল ঘোষণার পর থেকেই দলে দলে নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সকালে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের অলটনমোড় সংলগ্ন নিজ কার্যালয়ে মো. আব্দুল ওদুদকে একেএকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। নেতাকর্মীসহ সকলের ভালোবাসায় সিক্ত হচ্ছেন আব্দুল ওদুদ।
অপরদিকে রহনপুরেও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন মু. জিয়াউর রহমান জিয়া।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসন থেকে বিএনপির এমপি মো. আমিনুল ইসলাম এবং ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে বিএনপির এমপি হারুনুর রশীদ পদত্যাগ করায় আসন দুটি শূন্য হলে এই উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. জিয়াউর রহমান জিয়া ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. আব্দুল ওদুদ বেসরকারিভাবে নির্বাচিত হন। তারা দুজনই আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ছিলেন।