শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২২, ২০২৪ by

ফুলকুঁড়ি আসরের শিশু-কিশোর ও অভিভাবক সমাবেশ

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শিশু-কিশোর ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো’ এরই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ৯টি ক্যাটাগরিতে শিশুদের মধ্যে ৬৩টি পুরস্কার প্রদান করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু করে বেলা ১২ টা পর্যন্ত জেলা শহরের শহিদ সাটু অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মো. তরিকুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি তাজিমুল ইসলাম পান্না।
ফুলকুঁড়ি আসর চাঁপাইনবাবগঞ্জ শাখার পরিচালক খালিদ হাসানের ব্যবস্থাপনায় ও ফুলকুঁড়ি শাঈখ আল মাহমুদ এবং জাবিদ মুন্তাসিরের সঞ্চালনায় আয়োজিত সমাবেশ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক, বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তরিকুল ইসলাম বলেন, আজকের এই অনুষ্ঠানের ছায়া সংসদে যেমন বিরোধী দল এবং সরকারি দল একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখলেন ভবিষ্যতে ফুলকুঁড়িরা সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন বলে প্রত্যাশা কির। তিনি আরো বলেন, প্রত্যেক শিশু এবং কিশোররা এক একটি পাঁপড়ি যাদের হাত ধরে এই বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে। এছাড়াও তিনি মাদক বিরোধী গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
প্রধান আলোচকের বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, শিশুদের অর্থাৎ আমাদের নিজের কাজ নিজেকেই করতে হবে। আব্বু আম্মুকে সহযোগিতা করতে হবে এবং অভিভাবকরা যেন শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি সজাগ দৃষ্টি দিতে হবে।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, ফুলকুঁড়ি আসরের কৃষি শিল্প বিজ্ঞান সম্পাদক শরিফুল ইসলাম, আসরের ফাউন্ডেশন পরিচালক আজিম উদ্দিন।

About The Author

শেয়ার করুন