বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ২৭, ২০২৪ by

ফুটবলের মধ্যে হেরোইন তবুও ধরা র‌্যাবের কাছে

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার স্বরমোংলা এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় ফুটবলের ভেতরে রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। গত শনিবার রাত পৌনে ৯টার দিকে এই অভিযান চালানো হয়।
রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গোদাগাড়ী উপজেলার স্বরমোংলা এলাকায় অভিযান চালায়। অভিযানে অভিনব কায়দায় ফুটবলের ভেতরে রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। তবে এর মালিককে পাওয়া যায়নি।
উদ্ধারকৃত হেরোইন গোদাগাড়ী থানায় জিডি মোতাবেক হস্তান্তর করা হয়েছে।

About The Author

শেয়ার করুন