ফতেপুর ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে পথসভা

37

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে ফতেপুর ইউনিয়নের উত্তর মল্লিকপুরে এই সভা অনুষ্ঠিত হয়।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মসিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, ফতেপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন। পথসভায় সূচনা বক্তব্য দেন নৌকা প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেন অপু।
সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম। পথসভায় বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির আহমেদ ভুলু মারা গেলে আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন আগামী ১৬ মার্চ চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।