শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ৮, ২০২৪ by

ফকিরপাড়ায় র‌্যাবের অভিযানে মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনববাগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১৩৮ বোতল ফেনসিডিল, ৯৩০ গ্রাম হেরোইন ও ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এইসব উদ্ধার করা হয়।
রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ফকিরপাড়া কলেজ রোড সংলগ্ন জেনুইন শিক্ষা পরিবারের পেছনে একটি আমবাগানের জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩৮ বোতল ফেনসিডিল, ৯৩০ গ্রাম হেরোইন ও ৯টি দশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানের কথা টের পেয়ে মাদককারবারিরা তাদের হেফাজতে থাকা এইসব ওই জঙ্গলে ফেলে পালিয়ে যায়। পরে এই মাদক ও অস্ত্র জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

About The Author

শেয়ার করুন