শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ১৭, ২০২৫ by

প্লাস্টিক সার্জারি নিয়ে যা বললেন মেগান ফক্স

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মেগান ফক্স শুধু অভিনয় নয়, তার সৌন্দর্য দিয়েও দীর্ঘদিন ধরে আলোচনায়। নীল চোখ, নিষ্পাপ চেহারা ও ক্যারিশম্যাটিক উপস্থিতির জন্য তাঁকে ‘আদর্শ সুন্দরী’ বলা হয়ে থাকে। তবে তাঁর সৌন্দর্য প্রাকৃতিক, নাকি প্লাস্টিক সার্জারির ফসল, তা নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলছে। ফক্সকে ঘিরে সবচেয়ে বেশি গুঞ্জন ছড়িয়েছে তাঁর নাক ও ঠোঁটের গড়ন নিয়ে। অনেক বিউটি সার্জন মনে করেন, তার নাক আগের তুলনায় এখন অনেক সরু ও মসৃণ। ২০১৮ সালে নিউইয়র্কের কসমেটিক সার্জন ডা. ম্যাথিউ শুলম্যান মন্তব্য করেছিলেন, মেগানের নাকের পরিবর্তন রাইনোপ্লাস্টির ইঙ্গিত দেয়। তিনি আরও বলেন, তার ঠোঁট এবং গালের গড়নেও ফিলারের প্রভাব থাকতে পারে। মেগান ফক্সকে নিয়ে গুঞ্জন রয়েছে, তিনি একাধিকবার সার্জারি করিয়ে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেগান ফক্স বলেছেন, তাঁর নাকে একবার সার্জারি হয়েছিল। অভিনেত্রী জানান, ২৩ বছর বয়সের পর আর কোনো রাইনোপ্লাস্টি করেননি তিনি। একই সঙ্গে জানান, স্ফীত স্তনের জন্য তিনি তিনবার সার্জারির আশ্রয় নিয়েছেন। ফক্স আরও বলেন, তিনি কখনও ফেসলিফট, ভ্রু লিফট, লাইপোসাকশন বা বডি কনট্যুরিং করেননি। যদিও গোপন একটি পদ্ধতির কথা স্বীকার করেছেন। সেটি তিনি এখনই প্রকাশ করতে চান না। মেগান বলেন, ‘আমি এমন একটি জিনিস করেছি, যা সত্যিই ভালো ছিল। এটি কোনো পরিচিত প্লাস্টিক সার্জারি নয়। মানুষ এটি সম্পর্কে সত্যিই জানে না।’

About The Author

শেয়ার করুন