প্রয়াস হসপিটালের উদ্যোগে শিবগঞ্জে  ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

14

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাপুরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৩৯, সাহাপাড়া অফিসের আওতায় ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ও আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক এবং প্রয়াস হসপিটালের সমন্বয়কারী মু. তাকিউর রহমান, সাহাপুর রাঘববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল আলম, প্রয়াস হসপিটালের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. হোসেন আলী, শিবগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সুদেব ঘোষ, সাহাপাড়া ইউনিটের ইউনিট ব্যবস্থাপক মো. সোহেল রানা, স্বাস্থ্য কর্মকর্তা মো. মোমিন আলী, মো. খলিল উদ্দিন, আলী হোসেন, মার্কেটিং অফিসার শরিফুল ইসলাম পলাশসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
ক্যাম্পে ১৩০ জন রোগীকে স্বাস্থ্য পরামর্শ ও চিকিৎসা প্রদান করা হয়।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ এর শান্তি মোড়ে প্রয়াস হসপিটাল সার্বক্ষণিক সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান করছে।