প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি
বেলেপুকুর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
নিয়োগ বিজ্ঞপ্তি
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত (যার সনদ নং ০০৯৭৮-০০৯৮৬-০০২৪৮)। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিভিন্ন বানিজ্যিক ব্যাংক এর অর্থায়নে পরিচালিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, বগুড়া এবং গাইবান্ধা জেলায় বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় নিম্নলিখিত পদে লোক নিয়োগের জন্য আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
১. পদের নাম : প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার। পদের সংখ্যা : ২০০ টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় পাস, স্নাতক বা সমমানের পাস এবং স্নাতকোত্তর পাস। উচ্চতর ডিগ্রীধারী/ অধিক শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন এবং অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেয়া হবে। আবেদনকারীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ কেন্দ্র ভিত্তিক আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদন করার সময় পরীক্ষার স্থান অবশ্যই সিলেক্ট করতে হবে।
বয়স : অনুর্দ্ধ ৩০ বছর।
বেতন ভাতা : প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার পদের বেতন কাঠামো শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ৩ টি “এ, বি এবং সি” গ্রেডে বিভক্ত। সকল গ্রেডের জন্য প্রথম এক মাস পর্যবেক্ষণকালে সর্বসাকুল্যে ৬,০০০/- টাকা। উচ্চ মাধ্যমিক বা সমমানের পাসের ক্ষেত্রে সি গ্রেডে নিয়োগ প্রদান করা হবে যার ৬ মাস প্রশিক্ষণকালে বেতন-ভাতা প্রাপ্য হবেন মাসিক ১৫,১২০/- টাকা, স্নাতক বা সমমানের পাসের ক্ষেত্রে বি গ্রেডে নিয়োগ প্রদান করা হবে যার ৬ মাস প্রশিক্ষণকালে বেতন-ভাতা প্রাপ্য হবেন মাসিক ১৬,৫৬০/- টাকা এবং স্নাতকোত্তর পাসের ক্ষেত্রে এ গ্রেডে নিয়োগ প্রদান করা হবে যার ৬ মাস প্রশিক্ষণকালে বেতন-ভাতা প্রাপ্য হবেন মাসিক ১৯,৪৪০/- টাকা। গ্রেড ভিত্তিতে স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে বেতন-ভাতা যথাক্রমে সি গ্রেডে ১৭,৯৭৬/- টাকা, বি গ্রেডে ১৯,৫৮৯/- টাকা এবং এ গ্রেডে ২১,৪৩২/- টাকা প্রদান করা হবে।
২. পদের নাম : জুনিয়র অফিসার/ মাইক্রো-এন্টারপ্রাইজ অফিসার। পদের সংখ্যা : ৫০ টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় পাস, স্নাতক বা সমমানের পাস এবং স্নাতকোত্তর পাস। জাতীয় পর্যায়ের এনজিও তে স্থায়ী পদে ক্রেডিট অফিসার এবং মাইক্রো-এন্টারপ্রাইজ অফিসার হিসেবে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। যথাযথ অভিজ্ঞতা না থাকলে আবেদন বাতিল বলে গন্য হবে।
বয়স : অনুর্দ্ধ ৩০ বছর। তবে অধিক যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বেতন ভাতা: বেতন ভাতা সর্বসাকুল্যে ১৭,৯৭৬/- টাকা হতে ২৪,৪৪৭/- টাকা পর্যন্ত। (অধিক যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে উচ্চতর বেতন-ভাতাসহ উচ্চতর পদে নিয়োগ দেয়া হবে)।
৩. পদের নাম : ইউনিট / শাখা ব্যাবস্থাপক । পদের সংখ্যা : ৩০ টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর পাস ।
অভিজ্ঞতা : জাতীয় পর্যায়ের এনজিও তে ইউনিট / শাখা ব্যাবস্থাপক পদে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় কমপক্ষে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/ ডিগ্রী পাশ হলে আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর পাশের ক্ষেত্রে যাদের সহকারী ইউনিট/ সহকারী শাখা ব্যবস্থাপক পদে ক্ষুদ্রঋণ র্যক্রম পরিচালনায় ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়স : অনুর্দ্ধ ৩৫ বছর। তবে অধিক যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বেতন ভাতা: বেতন ভাতা সর্বসাকুল্যে ২৮,১৭২/- টাকা হতে ৩১,৬৪৮/- টাকা পর্যন্ত। (অধিক যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে উচ্চতর বেতন-ভাতাসহ উচ্চতর পদে নিয়োগ দেয়া হবে)।
৪. পদের নাম : আঞ্চলিক ব্যবস্থাপক। পদের সংখ্যা ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা ওঅভিজ্ঞতা : স্নাতক/ স্নাতকোত্তর পাস। সংশ্লিষ্ট পদে ক্ষুদ্রঋণ কার্যক্রম এর সর্বনিম্ন ৫ টি শাখা পরিচালনায় ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ক্ষুদ্র উদ্যেগ ঋণ (এসএমই) কার্যক্রমে অভিজ্ঞতা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
বয়স : অনুর্দ্ধ ৪০ বছর। তবে অধিক যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বেতন ভাতা: ৩৬,২৫৬/- হতে সর্বোচ্চ ৪৪,৮২০/- টাকার মধ্যে যোগ্যতা অনুযায়ী যে কোন পরিমাণ বেতন আলোচনা সাপেক্ষ নির্ধারণ করা হবে।
৫. পদের নাম : যোনাল ম্যানেজার। পদের সংখ্যা : ০৫ টি।
বেতন-ভাতা : ৫১,২৭১/- হতে সর্বোচ্চ ৬৩,০১১/- টাকার মধ্যে যোগ্যতা অনুযায়ী যে কোন পরিমাণ বেতন আলোচনা সাপেক্ষ নির্ধারণ করা হবে।
অন্যান্য সুবিধা ও ভাতা : বেতন-ভাতা ছাড়াও সংস্থার নীতিমালা মোতাবেক প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বোনাস বছরে ৩টি, বাৎসরিক ইনক্রিমেন্ট, শিক্ষা ভাতা, মৃত্যু ও স্বাস্থ্য বীমা ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধাদি প্রযোজ্য হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : (১) স্নাতকোত্তর পাস। (২) ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম ১০ (দশ) বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট পদে নূন্যতম ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। (৩) ক্ষুদ্রঋণ কার্যক্রমে ন্যূনতম ১৫ টি শাখা অফিস পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। (৪) প্রার্থীকে সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম বা মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনা করতে হবে, সংস্থার নীতিমালা প্রণয়ন ও উন্নয়ন, বাজেট প্রণয়ন এবং তা বাস্তবায়ন, তহবিল ব্যবস্থাপনা, অন্যান্য প্রোগ্রাম/কর্মসূচি বাস্তবায়ন, সহকর্মীদের নেতৃত্বদান, সমন্বয়, মোটিভেশন, মনিটরিং, সুপারভিশন, প্রতিবেদন প্রণয়নসহ দাপ্তরিক কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে। (৫) ক্ষুদ্রঋণের অনলাইন বেজ সফ্টওয়্যার, এমএস অফিস সফ্টওয়্যার, ই-মেইল এবং সোশ্যাল মিডিয়া পরিচালনায় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। (৬) ক্ষুদ্র উদ্যেগ ঋন (এসএমই)/ ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনা সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন ও টিমলিডার হিসেবে কাজ করার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে।
সকল পদের জন্য প্রশাসনিক নীতিমালা মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধাদি সহ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বোনাস বছরে ৩টি, বাৎসরিক ইনক্রিমেন্ট, শিক্ষা ভাতা, মোবাইল ভাতা, মৃত্যু ও স্বাস্থ্য বীমা ইত্যাদি প্রযোজ্য হবে।
শর্তাবলি
১. মাঠ পর্যায়ে অবস্থান করে কার্যক্রম পরিচালনা সহ দাপ্তরিক কাজে অধিক সময় কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।
২. সংশ্লিষ্ট পদের জন্য সাইকেল/ মটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে।
৩. নিজস্ব মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সসহ চালানোর দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
৪. চাকুরীতে যোগদানের পর সংস্থার নির্ধারিত কনফিগারেশনের স্মার্ট (এ্যান্ড্রয়েড/আইওএস) ফোন ব্যাবহার করতে হবে।
৫. চাকুরীতে যোগদানের সময় সংস্থার অনুমোদিত স্বাস্থ্য কেন্দ্র হতে স্বাস্থ্য পরীক্ষার টেস্ট এর রিপোর্ট/সনদ জমা দিতে হবে।
৬. আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে, সেক্ষেত্রে ১ নং পদের জন্য (http://jobs.proyas.org/jobs/40), এবং ২ নং পদের জন্য (http://jobs.proyas.org/jobs/41), ৩ নং পদের জন্য (http://jobs.proyas.org/jobs/42), ৪ নং পদের জন্য (http://jobs.proyas.org/jobs/43), এবং ৫ নং পদের জন্য (http://jobs.proyas.org/jobs/44), লিংক এ গিয়ে আবেদন জমা দিতে হবে। ১ নং পদের জন্য আবেদনের নির্ধারিত ফর্ম সঠিকভাবে পুরণ করে দাখিল করার পর আইডি নম্বর প্রাপ্তির পর সংশ্লিষ্ট লিংক এ পেমেন্ট অপশনে গিয়ে প্রদেয় নিয়মানুযায়ী মোবাইল ব্যাংকিং তথা বিকাশ অথবা রকেট এ্যাকাউন্ট এর মাধ্যমে রেজিষ্ট্রেশন ফি বাবদ ১০০/- (একশত) টাকা পরিশোধ করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং পরীক্ষার স্থান অবশ্যই সিলেক্ট করতে হবে।
৭. অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০/০১/২০২৩ ইং।
৮. অনলাইন আবেদনপত্রের সাথে আবেদনকারীকে (২৫০ × ৩০০) পিক্সেল সাইজের সদ্য তোলা (পাসপোর্ট সাইজের) ছবি আপলোড করতে হবে।
৯. চাকুরীতে যোগদানের সময় সকল পদের ক্ষেত্রে এক মাসের বেতন-ভাতা সমপরিমান অর্থ নগদ ফেরতযোগ্য জামানত হিসেবে জমা দিতে হবে।
১১. আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য প্রবেশপত্র সহ অংশগ্রহণ করতে হবে। নির্বাচনী পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি ও জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি সহ উপস্থিত হতে হবে। পরীক্ষার সময়সূচী মোবাইল/ই-মেইল মাধ্যমে যথা সময়ে জানানো হবে।
১২. উপরোক্ত সকল পদের উত্তীর্ন প্রার্থীদের নিয়েগের জন্য প্যানেল গঠন করা হবে এবং উক্ত প্যানেল হতে পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে।
১৩. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।