বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে ফিল্ড ওয়ার্কে এসে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি পরিদর্শন করেছেন ৩৭তম ব্যাচের ১৩ জন বিসিএস ক্যাডার। মঙ্গলবার বিকেলে জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের প্রধান কার্যালয় পরিদর্শন করেন তারা। এ উপলক্ষে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন বলেন, অন্য এনজিওগুলো বাইরের জেলা থেকে প্রতিষ্ঠিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় কাজ করে। কিন্তু প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠা লাভ করে দেশের বিভিন্ন জেলাতে কাজ করছে। তিনি বলেন, এই মুহূর্তে আমরা রাজশাহী, নওগাঁ ও দিনাজপুরে কাজ করছি। একসময় নাটোর, পাবনা ও পঞ্চগড়েও কাজ করেছি। আমাদের কালচারাল টিম চট্টগ্রামে কাজ করেছে। এভাবে আমরা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছি। আমরা বিশ্বাস করি, আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠানে আছি তাদের সকলের মূল উদ্দেশ্যে হলো দেশের সেবা করা, দেশের উন্নয়নে ভূমিকা রাখা।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক মুখলেসুর রহমান, জ্যেষ্ঠ উপ-পরিচালক নাসের উদ্দীন সজল, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিমসহ প্রয়াসের অন্য কর্মকর্তারা।
প্রয়াসের বিভিন্ন কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন প্রয়াসের প্রোগ্রাম ম্যানেজার (প্রশিক্ষণ) আব্দুস সালাম। এ সময় বিসিএস ক্যাডাররা তার কাছ থেকে প্রয়াসের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে ধারণা নেন।
পরিদর্শনে আসা ১৩ বিসিএস ক্যাডার হলেন : সহকারী কমিশনার- অশোক বিক্রম চাকমা, এস.এম. রকিবুল হাসান, শানজিদা মুস্তারী, আমিনুল ইসলাম, নাহিদ হোসেন, মুহ. সাদ্দাম হোসেন, মোছা. জেসমিন আক্তার, কৃষ্ণ চন্দ্র ও সজল কুমার দাস এবং সহকারী পুলিশ সুপার- মো. সাজিদ হোসেন, মো. মনিরুল ইসলাম, আরজুমা আকতার ও আরিফ মুহাম্মদ শাকুর।
প্রসঙ্গত, ১৩ বিসিএস ক্যাডার তিন সপ্তাহ চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করবেন। প্রথম সপ্তাহে তারা জেলা শহরের বিভিন্ন দফতর পরিদর্শনসহ সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। দ্বিতীয় সপ্তাহে উপজেলা পর্যায়ে পরিদর্শন করবেন এবং তৃতীয় সপ্তাহে জেলা প্রশাসন কার্যালয় পরিদর্শন করবেন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান।