প্রয়াসের মাসিক কর্মী সমন্বয় সভা

12

চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ইউনিট, অঞ্চল, জোন ও উচ্চপর্যায়ের ব্যবস্থাপকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রয়াসের প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মো. হাসিব হোসেন।
প্রয়াসের পরিচালক মুখলেছুর রহমানের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ উপ-পরিচালক নাসের উদ্দীন সজল, সহকারী পরিচালক তাজেমুল হক, সহকারী পরিচালক (নিরীক্ষণ) আবুল খায়ের খান, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহম্মেদ, তানভির আহম্মেদ রিয়াদ, আবদুস সালাম ও ফিরোজ আলমসহ আঞ্চলিক ব্যবস্থাপক, ইউনিট ব্যবস্থাপক, কৃষি-মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রয়াসের অফিসার, জুনিয়র অফিসারগণ।
সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়।