চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ম্যাংগো প্রোডাক্ট ডাইভারসিফিকেশন ফ্যাক্টরি পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের অধীন আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. হাসানুজ্জামান হাসান।
শনিবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় পেস প্রকল্পের আওতায় সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহেষপুরে স্থাপিত এই ফ্যাক্টরি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, কৃষি মন্ত্রণালয়ের মনিটরিং অফিসার নাইম হাসান, নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, এসিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জহুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, পেস প্রকল্পের ফুড ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, অফিসার মাইনুল ইসলামসহ অন্যরা।
ফ্যাক্টরি পরিদর্শনকালে প্রকল্প পরিচালক ম্যাংগো ডাইভারসিফিকেশন পণ্যের ওপর অধিক গুরুত্ব আরোপ করেন। আমের প্রক্রিয়াজাত পণ্য হিসেবে আমসত্ত্ব, আচার, আমচুর, আমের গুঁড়া ইত্যাদি উৎপাদন ও বাজারজাতকরণে মাঠপর্যায়ে উদ্বুদ্ধ করতে প্রয়াসের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় এই ধরনের উদ্যোক্তা সংস্থাকে সামনে এগিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে।
প্রয়াসের ফ্যাক্টরিতে আম প্রক্রিয়াজাতকরণ, বহুমুখী পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।