স্টাডি রিসার্চের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কার্যক্রম পরিদর্শন করেছে চীনের শানসি নরমাল ইউনিভার্সিটি, মিনজু ইউনিভার্সিটি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭ সদস্যের প্রতিনিধি দল। রবিবার প্রয়াসের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করে প্রতিনিধি দলটি।
পরে বিকেলে জেলাশহরের বেলেপুুকুরে অবস্থিত প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এতে প্রয়াসের পক্ষে নেতৃত্ব দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
প্রতিনিধি দলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ছিলেন- নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কামাল পাশা এবং চীনা দলের নেতৃত্বে ছিলেন- শানসি নরমাল ইউনিভার্সিটির প্রফেসর মা চাং।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- চীনের মিনজু ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী ইউসুফ, শানসি নরমাল ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী ইয়াহিয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী পাভেল শাহরিয়ার, ৩য় বর্ষের শিক্ষার্থী সোবানা ইরতিজা হাসান ও ইশরাত জাহান।
মতবিনিময় সভায় প্রয়াসের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম।
এসময় আরো উপস্থিত ছিলেন- লেখক ও কলামিস্ট জাহাঙ্গীর সেলিম, প্রয়াসের পরিচালক মুখলেছুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক তাজেমুল হক ও আবুল খায়ের খান, সহকারী পরিচালক মমিনুল ইসলাম, কনিষ্ঠ সহকারী পরিচালক তানভির আহম্মেদ রিয়াদ, ফারুক আহম্মেদ ও ফিরোজ আলম, এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. জহুরুল ইসলাম, সিনিয়র ম্যানেজার ইসরাত জাহান, রেইজ প্রকল্পের সমন্বয়কারী আলম বিশ্বাস, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার সাহেদ সিদ্দিক ফ্রান্সসহ অন্যরা। মতবিনিময় শেষে পরিদর্শনে আসা প্রতিনিধি দলের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে প্রয়াসের ৩ বছরের বাৎসরিক প্রতিবেদন ও ‘বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য গম্ভীরা’ শীর্ষক বই তুলে দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।