প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির দোলনা মহিলা সমিতি ও রেডিও মহানন্দা পরিদর্শন করলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও এগ্রি এ্যান্ড রুরাল ক্রেডিট ডিভিশনের ডিভিশন হেড মো. আমিনুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে তিনি সদর উপজেলার চাঁপাই পলশায় অবস্থিত প্রয়াসের দোলনা মহিলা সমিতি পরিদর্শন করেন এবং সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড রহনপুর শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজার, মো. কাউসার আলী, সহকারী অফিসার স্ট্যান্ডার্ড ব্যাংক এগ্রি এ্যান্ড রুরাল ক্রেডিট ডিভিশনের দিলিপ সরকার, প্রয়াসের জ্যেষ্ঠ উপ-পরিচালক নাসের উদ্দিন সজল, সহকারী পরিচালক তাজেমুল হক, সহকারী পরিচালক (অডিট) আবুল খায়ের খা, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমানসহ অন্যান্যরা। পরিদর্শন কালে দোলনা মহিলা সমিতির সভানেত্রী দিলুয়ারা বেগমের ভার্মি কম্পোস্ট সার তৈরীর পদ্ধতি এবং তার নিজ হাতে তৈরী নকশি কাঁথা পরিদর্শন করেন অতিথিরা।
এরপর তারা প্রয়াসের ইউনিট-১ এ অবস্থিত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীদের পরিবেশনায় মনমুগ্ধকর গান, কোরিওগ্রাফি এবং চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা উপভোগ করেন।
এরপর স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও এগ্রি এ্যান্ড রুরাল ক্রেডিট ডিভিশনের ডিভিশন হেড আমিনুল ইসলাম রেডিও মহানন্দার স্টেশন পরিদর্শন করেন।