চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের (ইবিএইউবি) কৃষি অনুষদের ৬০ জন শিক্ষার্থী। বুধবার প্রয়াসের ইউনিট-১, গোবরাতলায় নার্সারি, ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট এবং আমারকে অবস্থিত ভেড়ার ব্রিডিং খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তারা।
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৬০ শিক্ষার্থী বাস্তবিক জ্ঞান অর্জনের জন্য প্রয়াসের এসব কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তাদের কাছে প্রয়াস সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল।
এসময় তাদের সঙ্গে ছিলেনÑ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সিনিয়র লেকচারার মেহেদী হাসান সোহেল, কৃষি অনুষদের (কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগ) সিনিয়র লেকচারার মিঠুন কুমার ঘোষ, প্রয়াসের এপিকালচার প্রোগ্রামের টিম লিডার মজিবুর রহমান, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।