চাঁপাইনবাবগঞ্জে উপজেলা পর্যায়ে পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত)’র আওতায় এ সভার আয়োজন করা হয়।
বেলা ১২টায় জেলাশহরের বেলেপুকুরে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা। সূচনা বক্তব্য দেন প্রয়াসের পরিচালক মুখলেছুর রহমান।
সভা সঞ্চালনা করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ।
এসময় মৎস্য খামারি শাহাদাৎ, কৃষক রনি, জিয়াউর রহমান, প্রাণিসম্পদ সদস্য বিপ্লব তাদের উন্নয়নের কথা তুলে ধরেন।
সভায় প্রয়াসের গত বছরের কাজের অগ্রগতি ও আগামী বছরের কর্মপরিকল্পনা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুলাহ আল ইমাম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)’র প্রজেক্ট ম্যনেজার কৃষিবিদ জহুরুল ইসলাম, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক, কারিগরি কর্মকর্তা ডা. শাহীন, সহকারী টেকনিক্যাল অফিসার জামাল হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।